Slider

Dhaka

Headlines News :
Home » » এখন থেকে অনলাইনেই রিচার্জ করা যাবে বাংলালিংক মোবাইল ফোনে

এখন থেকে অনলাইনেই রিচার্জ করা যাবে বাংলালিংক মোবাইল ফোনে

Written By Bipash majumdar on সোমবার, ২৫ আগস্ট, ২০১৪ | ৫:৩৩ AM

মোবাইল অপারেটর বাংলালিংক গ্রাহকদের জন্য বাণিজ্যিকভাবে অনলাইনে টপ আপ সেবা চালু করেছে। এর ফলে গ্রাহকেরা তাদের বাংলালিংকের করপোরেট ওয়েবাইট থেকে টপ আপ সেবা গ্রহণ করতে পারবেন। বাংলালিংকের সব গ্রাহকই এখন থেকে বিশ্বের যেকোনো জায়গা থেকে কোনো রকম বাড়তি চার্জ ছাড়াই বাংলালিংকের ওয়েবসাইট ভিজিট করে যেকোনো ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে নিজেদের মোবাইল ফোনে টপ-আপ করতে পারবেন।
banglalinks এখন থেকে অনলাইনেই রিচার্জ করা যাবে বাংলালিংক মোবাইল ফোনেগ্রাহকরা ডেস্কটপ থেকে www.banglalink.com.bd অথবা মোবাইল থেকে www.m.banglalink.com.bd সাইটে গিয়ে খুব সহজেই টপ আপ করতে পারবেন। বাংলালিংকের সিএফও আহমাদ ওয়াই হালীম বলেন, ‘এই সেবা চালু করার ফলে আমাদের গ্রাহকেরা ওয়েবাইট থেকে তাদের নিজস্ব এবং পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবের বাংলালিংক মোবাইল ফোন নম্বরে টপ আপ করতে পারবেন।
এমনকি প্রবাসে অবস্থানরত অর্থাৎ প্রবাসী বাংলাদেশীরাও (এনআরবি) দেশে তাদের পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবের বাংলালিংক মোবাইল নম্বরে উপহার হিসেবে টপ-আপ পাঠানোর সুযোগ পাবেন।’
এই সেবা চালুর ক্ষেত্রে বাংলালিংককে টেকনিক্যাল ও পেমেন্ট গেটওয়ে সলিউশন সরবরাহ করেছে শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি (আইটি) সমাধানকারী প্রতিষ্ঠান সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল)।

এসএসএল ব্যবসায়িক অংশীদার হিসেবে বাংলালিংককে ওয়ান স্টপ টপ-আপ সলিউশন সরবরাহের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের অনলাইনভিত্তিক, এসএমএস ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রেও সহযোগিতা করে আসছে। বর্তমানে বাংলাদেশে বাংলালিংকের প্রায় দুই কোটি ৯০ লাখের মত গ্রাহক রয়েছে। বাংলালিংক হচ্ছে নেদারল্যান্ড্সভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।
Share this post :

একটি মন্তব্য পোস্ট করুন

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. blogger - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger