Slider

Dhaka

Headlines News :

New video

আমি আমার যে কোন সিম কার্ডের নাম্বার জানি আপনি জানেন তো

কেমন আছেন সবাই, আশা করি ভালই আছেন। আবার হাজির হলাম আপনাদের নতুন কিছু উপহার দেবার জন্য। মোবাইল ব্যবহার করছেন, তবুও কিছু তথ্য হয়ত আপনার এখনও অজানা  রয়ে গেছে। চলুন তাহলে আর দেরি না করে দেখে নিন ।  যদি আপনার নিজের নাম্বার কোনো কারণে মনে না আসে, কিংবা যে নাম্বার দিয়ে ইন্টারনেট ব্যবহার করছেন সে সিমের নাম্বার জানেন না বা ভুলে গেছেন, মোবাইল এ ব্যালেন্স নেই, কাউকে ফোন করে জিজ্ঞাস  করার সুযোগও নেই, অনেকদিন ধরে সিম ইনেকটিভ হয়ে থাকতে পারে, কার্ডও নেই যে রিচার্জ করে তথ্য জেনে নিবেন, যদি এমন পরিস্থিতিতে আপনার নাম্বার জানা খুব জরুরি হয় তবে নিচের নাম্বার টি ডায়াল করুন আর নির্দেশনাগুলো জেনে নিন ।  এর মাধ্যমে আপনি নিজের ব্যবহারকৃত মোবাইলটির কিছু তথ্য ছাড়াও অন্যান্য অপারেটর গুলোর কিঞ্চিত তথ্য সম্পর্কেও জানতে পারবেন ।  এতে করে  নিজের নাম্বার দেখা, ব্যালেন্স চেক করা, রিচার্জ করা, কাস্টমার কেয়ার সম্পর্কিত তথ্যগুলো  অনায়াসেই আপনার হাতের মুঠোয় থাকবে।
আপনি যদি গ্রামীনফোন ব্যবহার করে থাকেন

নিজের নাম্বার জানতে  *১১১*৮*২#
নিজের নাম্বার জানতে  *২#
ব্যালেন্স জানতে  *৫৬৬#
রিচার্জ  করতে *৫৫৫* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১ এ ফোন দিয়ে ১ প্রেস করে ০
অন্য অপারেটর  থেকে গ্রামীন ফোন কাস্টমার কেয়ার  ০১৭১১-৫৯৪৫৯৪
আপনি যদি বাংলালিংক  ব্যবহার করে থাকেন

নিজের নাম্বার জানতে  *৫১১#
নিজের নাম্বার জানতে  *৬৬৬#
ব্যালেন্স জানতে  *১২৪#
রিচার্জ  করতে *১২৩* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১ অথবা ২১২
যে কোনো অপারেটর  থেকে বাংলালিংক কাস্টমার কেয়ার ০১৯১১-৩০৪১২১
আপনি যদি এয়ারটেল  ব্যবহার করে থাকেন

নিজের নাম্বার জানতে  *১২১*৬*৩#
ব্যালেন্স জানতে  *৭৭৮#
রিচার্জ  করতে *৭৮৭* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ৭৮৬
অন্য অপারেটর  থেকে এয়ারটেল কাস্টমার কেয়ার ০১৬৭৮৬০০৭৮৬
আপনি যদি রবি ব্যবহার করে থাকেন

নিজের নাম্বার জানতে  *১৪০*২*৪#
ব্যালেন্স জানতে  *২২২#
রিচার্জ  করতে *১১১* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : কাস্টমার কেয়ার : ১২৩ এ ফোন দিয়ে ১ প্রেস করে ০
যেকোনো  অপারেটর  থেকে রবি  কাস্টমার কেয়ার ০১৮১৯৪০০৪০০
আপনি যদি টেলিটক ব্যবহার করে থাকেন

নিজের নাম্বার জানতে মেসেজ অপশনে লিখুন TAR পাঠিয়ে দিন ২২২ নাম্বারে
ব্যালেন্স জানতে  *১৫২#
রিচার্জ  করতে *১৫১* গোপন নাম্বার #
কাস্টমার কেয়ার : ১২১
যেকোনো  অপারেটর  থেকে টেলিটক  কাস্টমার কেয়ার ০১৫৫-০১৫৭৭৫০ থেকে ৬০
জিএসএম প্রযুক্তি সম্বলিত না হওয়ায়  সিটিসেল এ ইউএসএসডি সার্ভিস নেই, তবুও কিঞ্চিত তথ্য জেনে নিতে পারেন সিটিসেল সম্পর্কে ।
আপনি যদি সিটিসেল ব্যবহার করে থাকেন

নিজের নাম্বার জানতে কিংবা যেকোনো বিষয়ে সহযোগিতার জন্য মেসেজ অপশনে লিখুন Help পাঠিয়ে দিন ২২৫৫ নাম্বারে,  কাস্টমার কেয়ার এক্ষিকিউটিভ আপনাকে ফোন করবে তাকেই জিজ্ঞাসা  করা ছাড়া আর কোনো উপায় নেই, তবে একটি কার্ড রিচার্জ করেও জেনে নিতে পারেন, অথবা আপনার রিম এর পেছনে লিখা সিরিয়াল নাম্বার গুলো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ এর নিকট জানাতে পারলে তারা আপনাকে আপনার নাম্বারটি বলতে পারবে, এছাড়া সিটিসেল এর আর কোনো নির্ভরযোগ্য পদ্ধতি নেই নিজের নাম্বার জানার বা দেখার ।
ব্যালেন্স জানতে বা দেখতে  *৮৮৭  ডায়াল
ব্যালেন্স শুনতে  *৮১১  ডায়াল
রিচার্জ  করতে *৮৮৮  ডায়াল
কাস্টমার কেয়ার : ১২১
যেকোনো  অপারেটর  থেকে সিটিসেল  কাস্টমার কেয়ার ০১১৯৯-১২১১২১
তথ্য গুলো অনেকের জানা থাকতে পারে, আবার অনেকের অজানা ।  সাধারণত যে যে অপারেটর ব্যবহার করেন শুধু সে সম্পর্কে  জানেন, অন্য অপারেটর সম্পর্কে ধারণা কম থাকে।
ধন্যবাদ।

এটা কি পৃথিবীর একমাত্র ওয়েবসাইট যা ইন্টারনেট সংযোগ ছাড়াই চলে??

আমি মোটেও রসিকতা করছি না, এই মাত্র একটা ওয়েবসাইটের সন্ধান পেলাম যেটা ইন্টারনেট কানেকশন ছাড়াই চলে । আপনি ইন্টারনেট কানেকশন রাখলে ব্রাউজ করতে পারবেন না । তবে কানেকশন বন্ধ করে ব্রাউজ করতে পারবেন । আপনি ইন্টারনেট কানেকশন দিলে নিচের ছবি আসবে ।
rajoni miracle web
এটা সাধারণ কোন মানুষের ওয়েবসাইট না । সুপারপাওয়ার মুভি রোবট” নিশ্চয় সবাই দেখেছেন । হ্যা, এটা বলিউড সুপারস্টার রজনীকান্তের ওয়েবসাইট ।
আগেই কমেন্ট করেন না, সবকিছুর আগে আমার কথার সত্যতা পরীক্ষা করার জন্য রজনী কান্তের ওয়েবসাইটে যান, এরপর ইন্টারনেট কানেক্ট পুনারয় দিয়ে কমেন্ট করেন ।

রজনী কান্তের ওয়েবসাইট - http://www.allaboutrajni.com 

জাদুমন্ত্র নিশ্চয় না, আসলে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? কারও ধারণা আছে?

পিসিতে ফ্ল্যাশ ফাইল চালানোর জন্য ৬২০ কিলোবাইটের ছোট্ট একটি সফটওয়্যার

অনেকেরই পিসিতে ফ্ল্যাশ ফাইল ( .swf ) ওপেন করতে সমস্যা হয়, বেশিরভাগই সাধারণত adobe flash, macromedia flash বা browser এর বিভিন্ন এক্সটেন্সান ব্যবহার করে থাকেন তবে ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে কোনো ঝামেলা ছাড়া অতি সহজেই .swf ফাইল ওপেন করা যায়।
ডাউনলোড লিঙ্কঃ SWF Opener
সাইজঃ ৬২০ কিলোবাইট
**সফটওয়্যারটির ব্যবহার অতি সহজ তাই অযথা স্ক্রীনশট দেয়া হয়নি**

ফ্রিতে ডাউনলোড করে নিন কিছু গুরুত্বপূনূ সফটওয়্যার



এই ওয়েব সাইটটি সম্পূর্ণই বিভিন্ন ধরনের সফ্টঅয়ার দ্বারা পূর্ণ। ইউজার ফ্রেন্ডলি এবং রুচিশীল ইন্টারফেস। সব থেকে প্রয়োজনীয় যে বিষয়টি, সেটি হলো- আপনি আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী বিভিন্ন ভার্সনের সফ্টঅয়ার ডাউনলোড করতে পারবেন। কোন লিমিটেশন নেই, নেই কোন এ্যকাউন্ট এর প্রয়োজনীয়তা। ফোরামেও অংশ গ্রহণ করতে পারেন আপনার চাহিদা অনুযায়ী কোন সফ্টঅয়ার পাবার জন্য। প্রথম পেজে যে সফ্টঅয়ার গুলো দেয়া আছে, সেগুলো ছারাও সার্চ করে আরো বিভিন্নি সফ্টঅয়ার পাওয়া যাবে এখানে। ডাউনলোড স্পিডও গ্রহণযোগ্য। নিয়মিত ইন্টারনেট কানেকশন ব্যবহারের সুযোগ থাকলে আলাদা ভাবে হার্ডডিস্কে কপি করে রাখার প্রয়োজনই পরবে না। কারন ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহারের মতো সব ধরণের সফ্টঅয়ার   এখানে    আছে।

দুনিয়ার সব হাস্যকর বিজ্ঞাপন দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েবসাইট

কি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন? কিছুই ভাল লাগছেনা? তাহলে এবার হাস্যকর কিছু বিজ্ঞাপন দেখে শরীর টা চাঙ্গা করে নিন। আপনারা অনেকেই হয়তো অনেক কষ্ট করে ইউটিউব থেকে হাস্যকর বিজ্ঞাপন গুলি খুজে বের করে করেন, কিন্তু এখন আর আপনার এতো কষ্ট করা লাগবেনা। এই সাইট টি শুধু ই হাস্যকর বিজ্ঞাপন ভিডিও নিয়ে। আপনি এখানে সারা পৃথিবীতে তৈরি হওয়া সকল হাস্যকর বিজ্ঞাপনের ভিডও গুলি দেখতে পারবেন।
তো আর দেরি কেন এখনি চলে যান http://www.veryfunnyads.com এ। আর দেখতে থাকুন পৃথিবীর সব হাস্যকর বিজ্ঞাপন গুলি।
veryfunnyads
সাইট টি অনেক জনপ্রিয় এখানে আপনি খুব সহজেই আপনার পছন্দ মত বিজ্ঞাপন গুলি ব্রাউজ করতে পারবেন। এবং এটাতে অনেক বিভাগ ও আছে যেগুলি আপনাকে আপনার পছন্দের বিজ্ঞাপন গুলি খুজে বের অনেক সাহায়্য করবে। সাইট টিতে সার্চ করার সুবিধা থাকায় আপনি খুব সহজেই পুর্বে দেখা যেকোন হাস্যকর বিজ্ঞাপন গুলি খুজে নিতে পারবেন। এবং এখান থেকে আপনি বিজ্ঞাপন গুলি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।

ফেসবুকে শেয়ার করুন ভয়েস ম্যাসেজ (পিসি দিয়ে)

ফেসবুকে মজার একটা অপশন হল ভয়েস ম্যাসেজিং!! ম্যাসেঞ্জার দিয়ে খুব সহজেই এটা করা যায় ! আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পিসি দিয়ে এই মজার জিনিষটা করা যায়!!
ধাপ ১- আপনার ক্রোম এর সেটিংস অপশন এ যান
ধাপ ২-  এর পর এক্সটেনশন এ গিয়ে "Get more Extensions " এ ক্লিক করুন
ধাপ ৩-  ক্রোম ওয়েব স্টোরে Talk And Comment"  এক্সটেনশনটি সার্চ করুন ও ক্রোমে যুক্ত করে নিন!!
ধাপ ৪- ক্রোমের টপ বারে আপনার মাইক্রোফোন ব্যাবহারের অনুমতির জন্য একটা নোটিফিকেশন আসবে "Allow" এ ক্লিক করে দিন !! ব্যাস হয়ে গেল !!
এখন ফেসবুকের চ্যাট বার এ নীচের মত দেখতে পাবেন!! 
মাইক্রোফোন আইকনে ক্লিক করলেই আপনার কথা রেকর্ডিং শুরু হবে !!! ইঞ্জয় :D :P
 

Newsletter

Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. blogger - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger